নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ আজ গুজরাতের বয়লারে বনসকাঁথা জেলার দীসা নগরের ধুনবা রোড এলাকায় বিস্ফোরণের জেরে বাজি কারখানার গুদামে ভয়াবহ আগুন লেগে প্রায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আর বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, তীব্র বিস্ফোরণের পর ওই বাজি কারখানার গুদামে আগুন লাগে। এরপর ওই বাজি কারখানার কর্মীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। তারপর দ্রুত দীসা পুরসভার দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকম কর্মীরা খবর পেয়ে পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পাশাপাশি পুলিশ, পুরসভা ও জেলা প্রশাসনের জনের উদ্ধারকারী টিমও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। জেলাশাসক মিহির প্যাটেলও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। আর অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে রয়েছে। এদিকে পুলিশ আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। তবে দুর্ঘটনার সময় কতজন শ্রমিক ছিলেন, তা এখনো অবধি স্পষ্ট নয়।