ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ সূত্রের ভিত্তিতে জানা যায় গত শনিবার থেকেই আফগান ফৌজ ও আধা সামরিক বাহিনীর যৌথদল কান্দাহারের আরঘনাডাব এবং ঝেরি এলাকায় ‘স্পেশ্যাল অপারেশন’ চালায়। জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলির সংঘর্ষে নিহত হন ১৮ জন তালিবান সন্ত্রাসবাদী। আর আহত হয়েছেন বেশ কয়েকজন।
এই সংঘর্ষে কোনো নিরাপত্তারক্ষীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু জানা যায় আরো বেশ কয়েকদিন এই অভিযান চলবে। কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালিবানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। আলোচনার প্রথম বিষয়টি হচ্ছে, আমেরিকা এবং তালিবানের মধ্যে হওয়া শান্তিচুক্তিকে ভিত্তি হিসেবে পরিচিতি দিয়ে আফগান সরকারকে আলোচনা চালাতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, আলোচনার নীতি নির্ধারণ ইসলামের একটি শাখা হানাফি রীতি মেনে করতে হবে। তবে এখনও পর্যন্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে শান্তি ফেরানোর প্রক্রিয়া নিয়ে কিছু মতবিরোধ থাকায় কোনো সমাধান হয়নি। কারণ কাবুল এই দু’টি দাবী মেনে নেবে না।
Sponsored Ads
Display Your Ads Hereবিশ্লেষকদের মতে, অতি সম্প্রতি তালিবান সরকারী বাহিনী ও সাধারণ নাগরিকদের উপর বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। ফলে শান্তি প্রক্রিয়া বিনষ্ট হয়েছে। আমেরিকার চাপে আলোচনায় বসলেও আফগান সরকার জঙ্গিদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছে। যার ফলাফল কান্দাহার অভিযান।