নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ আজ উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় পিছলে গিয়ে খাদে পড়ে গেল সেনা সহ একটি বাস। এই ঘটনায় ওই বাসে থাকা ১৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন ৪ জন। বাসটিতে মোট কুড়ি জন সেনা জওয়ান ছিলেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, জওয়ান সহ বাসটি তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে এগোচ্ছিল। ওই সময় বাস চালক একটি পাহাড়ি বাঁকে বাসটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গভীর খাদে পড়ে যায়। ইতিমধ্যেই জওয়ানদের তরফ থেকে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হলে উদ্ধারকাজ শুরু হয়েছে।
এরপর গুরুতর আহত অবস্থায় চার জনকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর মৃতদেহগুলি গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে মৃত সেনা জওয়ানরা কোন রেজিমেন্টের সদস্য, তা এখনো অবধি জানা যায়নি। কিন্তু মৃতদের মধ্যে তিন জন অফিসার পদমর্যাদার।
দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই ঘটনায় শোকপ্রকাশ করে একটি টুইটে লিখেছেন, “উত্তর সিকিমে গাড়ি দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। মৃত সেনা জওয়ানদের ত্যাগ ও প্রতিশ্রুতির জন্য সারা দেশ তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।”