চয়ন রায়ঃ কলকাতাঃ আজ দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ের পিছনের দিকে একটি বাজারে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাজারের ভিতরে ঝুপড়ি এলাকা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে।
আগুন দেখতেই প্রথমে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে প্রথমে দমকলের দশটি ইঞ্জিন নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরো ছ’টি ইঞ্জিন আপাতত দমকলের ষোলোটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। যাদবপুর থানা থেকেও পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।ভাবে জানা যায়নি। তবে কোথা থেকে আগুন লেগেছে তা সঠিক ভাবে জানা যায়নি।