নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার জগৎবল্লভপুরের পাঁচলা বিধানসভার অন্তর্গত পোলগুস্তিয়া এলাকায় একের পর এক বোমা পড়ে গোটা এলাকা কেঁপে উঠলো। একটি বেকারীর দোকানে তৈরী হওয়া বচসাই এই চরম সংঘাতের রূপ নিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন।

জানা গেছে, প্রথমে তিন জন যুবক ওই এলাকার বেকারীর ফ্যাক্টরীতে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যে দোকানের মালিকের সঙ্গে বচসা বেঁধে যায়। এরপর ওই তিন জনের মধ্যে একজন পকেট থেকে বন্দুক বের করে তার মাথায় সজোরে আঘাত করে। এরপরই বাইক চেপে এলাকা ছাড়ার আগে একের পর এক বোমা ছুঁড়তে থাকে। স্থানীয়দের দাবী, ‘‘প্রায় ছাব্বিশ-সাতাশটি বোমা পড়েছে। আর চারপাশ ধোঁয়ায় ঢেকে হয়ে যায়।’’

পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তবে এই বোমাবাজি কারা কি উদ্দেশ্যে ঘটিয়েছে? এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে? তা জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে। আর ইতিমধ্যেই এলাকায় পুলিশী টহলদারী বেড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









