নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ খাটিয়ায় রোগী। চারদিকে কয়েকজন ধরে হেঁটে চলেছেন। খুব সাবধানে হাঁটছেন। কারণ, তাঁদের পা-ও পিছলে যেতে পারে। গাড়ি তো দূর অস্ত। হেঁটে চলাও বিপজ্জনক। রাস্তার এই ছবি দেখলে বুক কেঁপে উঠতে পারে। ভিনরাজ্য নয়। এই ছবি বাংলার। খাটিয়ায় রোগীকে নিয়ে দেড় কিমি হেঁটে বাড়ি পৌঁছতে হল। রাস্তার বেহাল এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েত যদুপুর গ্রামের।
