নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ বিকাল ৫ টায় ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তা লঙ্ঘন হয়েছে। আকাশে পাকিস্তানি ড্রোনও দেখা দিয়েছে। পরপর গুলি বর্ষণে গুলির আওয়াজ জম্মুর আখনুর সেক্টরেও পাওয়া গিয়েছে। পাকিস্তানের আবেদনে ভারত সংঘর্ষ বিরতির পথে নেমেছিল। কিন্তু সূর্য ডুবে যেতেই পাকিস্তান ‘চুক্তি’ ভুলে নিজেদের আসল চেহারা দেখিয়েছে। কাশ্মীরের একাধিক এলাকা সহ নিয়ন্ত্রণ রেখাতেও গুলি চালিয়েছে।
অ
জানা গিয়েছে, রাজস্থানেও একই অবস্থা। সন্ধ্যেবেলা হতেই জয়সলমীর, পাঠানকোটের একাধিক এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। সাইরেন বাজানো হয়। আকাশে পাক ড্রোনের দেখা পাওয়া গিয়েছে। সীমান্তেও গুলি চালনো হয়। পাল্টা পাকিস্তান যেখানে হামলার চেষ্টা চালায় সেখানেই ভারতীয় সেনা জবাব দেয়। এদিকে আবার জম্মু-কাশ্মীরের মোট এগারোটি সীমান্ত এলাকায় পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। জম্মুৃ-কাশ্মীর পুুলিশ সূত্রে খবর, গত তিন ঘণ্টায় পাকিস্তানি সেনা পুঞ্চ, রাজৌরি, আখনুর, নওশেরা, উধমপুর সহ একাধিক এলাকায় গুলিবর্ষণ করেছে। আকাশ সীমানা পেরিয়ে ড্রোন ঢুকিয়ে দিয়েছে। শ্রীনগরে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here