অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি রোজভ্যালির ৪৫০ কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেল। সূত্রের খবর, রোজভ্যালি আমানতকারীদের ঠকানো টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল। পরবর্তীতে তদন্ত চলাকালীন ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়। এবার ওই ফিক্সড ডিপোজিট ভাঙতেই সবুজ সংকেত এসে গিয়েছে।
রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি ভুবনেশ্বরের খুরদা আদালতে ওই বাজেয়াপ্ত করা সেই সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য আবেদন করেছিল। আর আদালত থেকে অনুমতি পাওয়ার পরেই অ্যাসেট ডিসপোজাল কমিটি সেই টাকা ফেরানোর উদ্যোগ শুরু করতে চলেছে। সূত্রের খবর, ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) যে ৩৩২.৭৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল তা এখন সুদে-আসলে মিলিয়ে ৪৫০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই আবার ২২ কোটি টাকা ফেরানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর এই টাকা ফেরত পাওয়ার জন্য বৈধ আমানতকারীদের আগে www.rosevalleyadc.com -এ যেতে হবে। সেখানে গিয়ে উপযুক্ত বৈধ নথি জমা করতে হবে। এরপর কমিটির পক্ষ থেকে সেই নথি কমিটি যাচাই করা হবে। সব ঠিকঠাক থাকলে তবেই টাকা পাওয়া যাবে।
Sponsored Ads
Display Your Ads Here