চয়ন রায়ঃ কলকাতাঃ বাংলাদেশে হিংসার আঁচ যাতে কলকাতায় না পড়ে, তার জন্য কলকাতার নগরপাল মনোজ ভার্মা পুলিশকর্মীদের সতর্ক থাকতে বার্তা দিয়েছিলেন। সামনেই বড়োদিন, তারপর নতুন বছরের শুরু। তাই শহরবাসী উৎসবে মেতে উঠছে। আর এই উৎসবে মানুষ যাতে নির্বিঘ্নে মেতে উঠতে পারে, তার জন্য লালবাজার কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে। বড়দিনের উৎসবে কলকাতার রাস্তায় প্রায় দেড় হাজার জন পুলিশকর্মী থাকবে। বিভিন্ন জায়গায় ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার ও ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ একাধিক অফিসার উপস্থিত থাকবেন।

বড়দিনে পার্ক স্ট্রিট সেজে ওঠে। রাস্তায় জনতার ঢল নামে। ফলে বড়দিনের উৎসবে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য সাদা পোশাকের পুলিশ মোতায়েন রাখার পাশাপাশি অতিরিক্ত নজরদারীর জন্য মহিলা পুলিশের বিশেষ টিম উইনার্স থাকবে। পার্ক স্ট্রিট এলাকায় চার থেকে পাঁচটি ওয়াচ টায়ার তৈরী করা হয়েছে। এছাড়াও কুইক রেসপন্স টিম এবং হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকবে।

যাতে বড়দিনের আগের রাতে পার্ক স্ট্রিটে জমায়েতে সমস্যা না হয়, তার জন্য পার্ক স্ট্রিট দিয়ে হেঁটে অ্যালেন পার্ক দিয়ে অন্য রাস্তা ব্যবহার করা হবে। ভিড় নিয়ন্ত্রণে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টররা থাকবেন। পার্ক স্ট্রিট ছাড়াও বড়দিনে ভিক্টোরিয়া, যাদুঘর, ময়দান, প্রিন্সেপ ঘাট সহ মিলেনিয়াম পার্কের মতো জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। কলকাতা পুলিশের হেড কোয়ার্টার লালবাজার থেকে এই নজরদারী চালানো হবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলবে। মেট্রোতেও নজরদারী চালানো হবে।
Sponsored Ads
Display Your Ads Here









