নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ মণিপুরের নোনে জেলায় স্কুল বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে প্রায় ১৫ জন স্কুল পড়ুয়া সহ বেশ কয়েক জনের। এই ভয়াবহ বাস দুর্ঘটনায় পাহাড়ি এলাকা জুড়ে তুমুল শোরগোল শুরু হয়ে যায়।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ পডুয়াদের নিয়ে দু’টি বাস শিক্ষামূলক ভ্রমণে খৌপুমের দিকে যাচ্ছিল। ওই সময়ই বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনায় আহত বহু পড়ুয়ার মধ্যে কয়েক জনের অবস্থা অত্যন্ত গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।