ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ আজ বিকেলবেলা বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে যাত্রীবাহী ট্রেনে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আর আহত হয়েছেন অন্তত ৫০ জন।
প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, “যাত্রীবাহী ট্রেনটি ভৈরব থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আচমকা মালগাড়িটি ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টের ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দিতেই সংঘর্ষের অভিঘাতে যাত্রীবাহী ট্রেনের দু’টি বগি উল্টে যায়।”
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের নীচে কয়েক জন চাপা পড়ে থাকায় তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও জেলার পুলিশ সুপার মহম্মদ রাসেল শেখও দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ তদারক করছেন।
Sponsored Ads
Display Your Ads Here