নিজস্ব সংবাদদাতাঃ হিমাচলপ্রদেশঃ হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বলু ব্রিজের কাছে একটি পাহাড়ে ভয়াবহ ভূমিধস নেমে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আবার ধ্বংসস্তূপের নীচে একাধিক যাত্রী আটকে থাকার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ধস নামার সময় রাস্তা দিয়ে একটি বেসরকারী যাত্রীবাহী বাস যাচ্ছিল। তখনই বাসটি সম্পূর্ণভাবে চাপা পড়ে দুর্ঘটনা ঘটে যায়। বাসটিতে প্রায় ত্রিশ জনেরও বেশী যাত্রী ছিলেন।
বাসটি মারোটান-কালাউল রুটে চলছিল। হঠাৎ পাহাড়ের একাংশ বাসটির ওপর ধসে পড়ে। আর মুহূর্তের মধ্যে বাসটি একেবারে দুমড়ে মুচড়ে মাটি ও পাথরের স্তূপের সাথে মিশে যায়। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সাথে উদ্ধারকাজ শুরু করে। এখনো অবধি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন নাবালিকা রয়েছে। আর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, একাধিক জেসিবি মেশিন মাটি ও পাথর সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। স্থানীয়রাও উদ্ধারকর্মীদের সাথে সহযোগীতা করছেন। একটানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে বাধা তৈরী হচ্ছে বলেও জানা গেছে। ভূমিধসের কারণে সতর্কতার জন্য আশপাশের অঞ্চলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, “হিমাচল প্রদেশের বিলাসপুরের দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা ও আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।