Indian Prime Time
True News only ....

লিফটে গোলমালের জেরে খনিতে আটকে গেলেন ১৫ জন

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের নিম কা থানা জেলায় হিন্দুস্থান কপার লিমিটেডের একটি খনির লিফটের মধ্যে হঠাৎ কলকাতার খেত্রি কপার কর্পোরেশন লিমিটেডের পনেরো জনের একটি দল আটকে পড়ায় ব্যাপক উদ্বেগ শুরু হয়েছে। এই ঘটনায় আটকদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সূত্রের খবর, এই প্রতিনিধি দল একটি ইনস্পেকশনের জন্য কোলিহান খনিতে লিফটে করে ভিতরে গিয়েছিলেন। কিন্তু যখন তারা আসতে চেষ্টা করেন, তখন ওই লিফটের খাঁচার মতো অংশটি ভেঙে পড়ায় সকলে কয়েকশো মিটার ভিতরে আটকে পড়েন। এই ঘটনার পর দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধারকাজ শুরু করেন। এছাড়া আটকদের জন্য ওষুধ সহ খাবারের প্যাকেট ইত্যাদি পাঠানো হয়েছিল।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আর একটি আট সদস্যের মেডিকেল দল খনির এক্সিট গেট দিয়ে ভিতরে গিয়েছে। আটকদের সেখানে ফার্স্ট এইড দেওয়া হবে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, ভার্টিক্যাল লিফটটি ১ হাজার ৮৭৫ ফুট তলায় পড়ে গিয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored