রায়া দাসঃ কলকাতাঃ আজ দুপুরবেলা ১টা ১০ মিনিট নাগাদ ঢাকুরিয়ায় রেললাইনের ধারের ঝুপড়িতে আগুন লেগে ১৫টি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা দমকলের সাতটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে নিত্যযাত্রীরা বিপাকে পড়েন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় ঘণ্টা দেড়েক পর ট্রেন চলাচল চালু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। কিন্তু লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকায় দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। তবে এখনো অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে জানা যায়নি। এদিকে দমকল কর্মীদের বিরুদ্ধে ঘণ্টাখানেক দেরী করে আসার অভিযোগ উঠেছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘‘এই অগ্নিকাণ্ডের কারণে ট্রেন লাইনে বহু মানুষ জড়ো হওয়ায় ট্রেন চালানো যায়নি। রেল লাইন থেকে দমকল কর্মীদের জলের পাইপ, ট্যাঙ্কার সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। ফলে দুপুর ২টো ২৬ মিনিট নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’’