নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ রাতেরবেলা মালদার বৈষ্ণবনগরের বেদরাবাদ পঞ্চায়েতের রায়পুর লালা পাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৫ টি ঘর। তবে এই অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র এলাকাময় তুমুল উত্তেজনা শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই এলাকায় একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে মনে করা হয়। ওই সময় বাড়ির লোকজন বাইরে ছিলেন। মুহূর্তের মধ্যে বাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। এরপর রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়তেই সেখান থেকে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন আশেপাশের একাধিক বাড়িতে ছড়ায়। এছাড়া উত্তুরে হওয়ার দাপটেও আগুন দ্রুত ছড়িয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
বেশীর ভাগ কাঁচা বাড়ি হওয়ায় আগুন ভয়াবহ চেহারা নেয়। সাথে সাথে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। আর বৈষ্ণবনগর থানার পুলিশও ঘটনাস্থলে আসে। কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরী হওয়ায় এলাকাবাসীরা জলাশয় ও গভীর নলকূপ থেকে জল নিয়ে আগুন মোকাবিলার চেষ্টা শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তরা নিজেদের সর্বস্ব খুঁইয়ে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে তারা প্রশাসনের সহায়তার দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here