রায়া দাসঃ কলকাতাঃ আগামী ১৬ ই মার্চ শনিবার থেকে ১৮ ই মার্চ সোমবার ভোর ৪টে অবধি শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। ফলে টানা দু’দিন যাত্রীদের দুর্ভোগের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
আজ পূর্ব রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, টানা ৫২ ঘন্টা দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী শনিবার ও রবিবার শিয়ালদহের উত্তর শাখার অনেক ট্রেন চলবে না। উল্লেখ্য, এই শাখায় মোট ৮৯২টি ট্রেন চলে। এর মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। আর ১৪৩ টি ট্রেন বাতিল থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
লোকাল ট্রেন ছাড়াও শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি ও শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস বাতিল থাকবে। এর জেরে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে। উল্লেখ্য, এর আগে ১ লা মার্চ থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু শেষ অবধি যাত্রীদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল। প্রসঙ্গত, পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৯৬ সাল থেকে দমদমের নন-ইন্টারলকিং সিস্টেমটি কাজ করছে। তবে বর্তমানে সেই সিস্টেম আধুনিকীরণ করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ যাত্রীদের নিরাপদ এবং সুরক্ষিত ট্রেন চলাচলের জন্য এই কাজ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here