নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের ঘাটকোপরে বিলবোর্ড ভেঙে ইতিমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর প্রায় ৬০ জন আহত হয়েছেন। বিলবোর্ডের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কি না, তা দেখতে এখনো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা অভিযান চালাচ্ছেন।
সূত্রের খবর, বিকেলে হঠাৎ আকাশ কালো করে ঝড় ওঠে। আর কিছু বুঝে ওঠার আগেই ধুলো ঝড় শুরু হয়। আবার মুষলধারে বৃষ্টিও শুরু হয়। এই ঝড়ের ধাক্কায় বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ডটি ঘাটকোপর এলাকায় একটি পেট্রোল পাম্পের উপর উপড়ে পড়ে যায়। এর জেরে ভেঙে পড়া বিলবোর্ডের নীচে অনেকেই চাপা পড়েন। আর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও চাপা পড়ে যায়। এমনকি বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।
জানা গেছে, ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই পেট্রোল পাম্পে আশ্রয় নিয়েছিলেন। কেউ কেউ আবার তেল নিতে এসেছিলেন। আর সেই সময় দুর্ঘটনাটি ঘটে যায়। এই দুর্ঘটনার পর দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হলে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডে নিহতদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। একইসঙ্গে মুম্বই শহরের বিলবোর্ডগুলি নিয়ম মেনে লাগানো হচ্ছে কি না, তার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন। রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, এই বিলবোর্ডগুলি যে ধাতব কাঠামোর উপরে লাগানো হয়, সেগুলির রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না, সে দিকে নজর রাখতে হবে।