নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ অন্ধ্রপ্রদেশে উগাদি উৎসব উপলক্ষে কুর্নুল জেলার তেকুর গ্রামে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ কয়েক জন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হতেই আনন্দ উৎসব শোকযাত্রায় পরিণত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে শোরগোল পড়ে যায়।
জানা যায়, বেশ জাঁকজমক করেই রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু গ্রামেরই একটি জায়গায় হাইভোল্টেজ বিদ্যুৎ তার অনেকটা নীচ দিয়ে গিয়েছে। আচমকা শোভাযাত্রায় থাকা রথ এই তারের সংস্পর্শে চলে আসতেই রথে থাকা তেরো জন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর দ্রুত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত শিশুরা স্থিতিশীল রয়েছে। শরীরের দশ শতাংশ ঝলসে গিয়েছে। তবে সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পরই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, “লোকালয়ের উপর দিয়ে হাইভোল্টেজ তার গিয়েছে। যা ঝুলে অনেকটাই নেমে এসেছে। বিদ্যুৎ দপ্তরকে একাধিক বার জানিয়েও লাভ হয়নি।” শোভাযাত্রায় থাকা এক জন ব্যক্তি জানান, “রথের উচ্চতা অনেকটা থাকায় পাশ কাটিয়ে নিয়ে যাওয়ার সময়েই এই দুর্ঘটনা ঘটেছে।” ওয়াইএসআরসিপি ও টিডিপির দুই জন নেতা এই ঘটনার খবর পেয়েই ওই গ্রামে ছুটে গিয়েছেন। পাশাপাশি আহত শিশুদের সাথে হাসপাতালে গিয়েও দেখা করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here