অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতার লর্ডেসের মোড়ে সরকারী জমি দখলকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিন কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের তরফে অধিগ্রহণ করা জমি দখল মুক্ত করাকে কেন্দ্র করে পুরসভার কর্মীরা ব্যবসায়ীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন।
সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য-সংস্কৃতি দপ্তরের হাতে থাকা ২৯ কাটা জমি দখল মুক্ত করার নির্দেশ দেন। আর ওই নির্দেশ মেনেই এদিন কলকাতা পুরসভা একটি জেসিবি, একটি টেলিয়ান এবং আটটি ডাম্পার নিয়ে আসে। এরপর দুপুর নাগাদ উচ্ছেদ অভিযান শুরু হয়। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে দখল মুক্ত অভিযান চালু হয়। যার প্রতিবাদে ব্যবসায়ীরা সরব হন।
ব্যবসায়ীদের দাবী, “কোনোরকম নোটিশ ছাড়াই এই ভাঙাভাঙি শুরু হয়। এমনকি মৌখিকভাবেও জানানো হয়নি।।” এক ব্যক্তি বলেন, “আমাদের বলা হয়নি দোকান ভাঙব। কোনও নোটিস দেওয়া হয়নি। মুখেও বলেনি।” আরও এক ব্যক্তি বলেন, “দুপুর দু’টো নাগাদ এখানে এল। তারপর ভাঙতে শুরু করল। প্রায় ১২০টা দোকান ভেঙে দিয়েছে। আমাদের দোকানগুলি ইচ্ছা করে ভেঙে দিয়েছে।” মহিলা এক ব্যবসায়ী বলেন, “এরা ইচ্ছাকৃত আগুন লাগায়। খিদিরপুরের বাজারে যে আগুন লাগায়, তা ইচ্ছা করে লাগানো হয়েছে। এই যে ভাঙাভাঙি চলছে ওরা সব জানে। আজ সকালবেলা দশটা নাগাদ এসে বলছে আমরা পিছনটা পরিষ্কার করব, দোকান ভাঙব না। তারপর দেখুন কি করে দিয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here