নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুর মিসকিমপুর এলাকায় দু’বিঘা জমিকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদ মারামারিতে গড়ালে তা রক্তারক্তি কাণ্ডে পরিণত হয়। এই ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের মোট ১২ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা রাহানুল ও আফতাবউদ্দিনের দীর্ঘ দিনের জমি নিয়ে বিবাদ। একটানা তিন মাস দু’বিঘা জমির মালিকানা নিয়ে বিবাদ চলছে। আর এদিন তা রণক্ষেত্রের আকার ধারণ করেছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে রাহানুল এবং আফতাবউদ্দিনকে উপযুক্ত কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরে আবার উত্তেজনা ছড়ায়।
Sponsored Ads
Display Your Ads Here
দু’পক্ষের বচসায় না থেমে মারামারির জেরে এক পক্ষের শেখ উজ্জ্বল, হাসবি বিবি, মুফিলুউদ্দিন, রাহানুল হক, শেখ লতিফুর ও শেখ নঈমুউদ্দিন সহ মোট ছয় জন আহতদের এবং আর অপর পক্ষের তাকিম আলি, এনামুল হক, করিমউদ্দিন, তারিক আনোয়ার, শেখ সাহাবুদ্দিন ও শেখ আফতাবউদ্দিন সহ মোট ছয় জনকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষের চার জনের অবস্থা অত্যন্ত গুরুতর।
Sponsored Ads
Display Your Ads Here
উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে। আহতদের এক পক্ষের তরফে শিউলি খাতুন জানান, ‘‘জমিটা আমাদের। ওরা গায়ের জোরে দখল করে রেখেছে। কোনো কাগজপত্র দেখাতে পারবে না। বাধা দিতে গেলেই মারধর করছে।’’ অন্য পক্ষের রাজীব হক বলেন, ‘‘জায়গাটা আমাদের দাদুদের। ওরা জোর করে জমি দখল করে রেখেছে। পুলিশ এসে কাগজপত্র দেখাতে বলার পরই বিবাদ শুরু করে। তবে আমরা আমাদের জমি নেব।’’ ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here