নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্র-ছত্তীসগঢ় সীমান্তের বন্দোলি গ্রামের গড়চিরোলিতে ছ’ঘণ্টায় ১২ জন মাওবাদীকে নিঃশেষ করা হয়েছে। এছাড়া একাধিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আর মাওবাদীদের গুলিতে এক জন সাব ইন্সপেক্টর ও এক জন জওয়ান আহত হয়েছেন। আপাতত তারা বিপন্মুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, মহারাষ্ট্র-ছত্রিশগঢ় সীমান্তের বন্দোলি গ্রামে পনেরো জন মাওবাদী লুকিয়ে রয়েছে। এরপর মহারাষ্ট্র পুলিশ অভিযানে নামে। আর জওয়নরা পুলিশ সুপারের নেতৃত্বে ঘন জঙ্গলে অভিযান নামে। এদিকে জওয়ানদের আসার খবর পেয়েই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। তারপর দুই পক্ষের গুলির লড়াইয়ে আহত এক জন সাব ইন্সপেক্টর এবং এক জন জওয়ানকে নাগপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি বারো জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। আবার তাদের কাছ থেকে দুটি ইনসাস সহ সাতটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য লক্ষ্মণ আতরাম ওরফে বিশাল আতরামের মৃত্যু হয়েছে গুলির লড়াইয়ে। পুলিশ জানিয়েছে, লক্ষ্মণ আতরাম টিপাগড় দালাম এলাকায় মাওবাদীদের দায়িত্বে ছিলেন। বাকি মৃত ১১ জনের পরিচয় এখনও জানা যায়নি। ওই এলাকায় আর কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তা দেখতে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
Sponsored Ads
Display Your Ads Here