নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক বাড়ি। এই ঘটনায় দমকল আসতে দেরী করায় এলাকাবাসীরা ব্যাপক ক্ষুব্ধ হয়ে উঠেছেন। পাশাপাশি এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে তুমুল শোরগোল শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা একটি বাড়ির রান্নাঘরে আগুন লাগলে গ্রামের বাড়িগুলি খুব কাছাকাছি হওয়ায় দ্রুত আগুব ছড়িয়ে পড়তে থাকে। এরপর এলাকাবাসীরা দমকল বিভাগে খবর দেন। কিন্তু একাধিক বার ফোন করা সত্ত্বেও দমকল কর্মীরা ঘটনাস্থলে না আসায় আরো বারোটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ফলে এলাকাবাসীরা কোনো দিশা না পেয়ে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া আগেও একাধিক বার এই ধরণের ঘটনা ঘটেছে বলে দাবী করা হয়েছে। তবে কখনোই দমকল সময় অনুযায়ী এসে পৌঁছাতে পারে না। এমনকি একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
