মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল সিপিএম নেতা তথা উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রেফতার হওয়ার পর আজ বারো ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ফলে ধর্মঘটের প্রভাবে সকালবেলা থেকেই রাস্তাঘাট শুনশান। অন্যান্য দিনের তুলনায় দোকানপাট কম খুলেছে। লোকজনও রাস্তায় কম বেরোচ্ছেন। ফেরিঘাটে যেসব নৌকা চলছে, তাতে যাত্রী সংখ্যা নিতান্তই হাতেগোনা।
এদিন সকালবেলাই রাজ্য মহিলা কমিশন সন্দেশখালিতে পৌঁছে গিয়েছে। কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ও এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এছাড়া রাজ্যপাল সিভি আনন্দ বোসও সন্দেশখালি আসছেন। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদেরও আসার কথা। এমনিতে সন্দেশখালির কিছু অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জমায়েত নিষিদ্ধ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে সন্দেশখালিতে শাহজাহান শেখ, শিবু সর্দার ও উত্তম হাজরাকে গ্রেফতারীর দাবীতে যে বিক্ষোভ চলছে। আর শিবু ১১৭ জন গ্রামবাসীর বিরুদ্ধে ভাঙচুর এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন। সেই এফআইআরের ভিত্তিতে গতকাল পুলিশ নিরাপদকে বাঁশদ্রোণী থেকে আটক করে দীর্ঘক্ষণ বাঁশদ্রোণী থানায় আটকে রেখে দুপুর নাগাদ গ্রেফতার করে। তার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও নিরাপদের দাবী, ‘‘যে সময় সন্দেশখালিতে অশান্তি হয়েছে, সে সময়ে তিনি এলাকার বাইরে ছিলেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
পরে তাকে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়। যার প্রতিবাদে সিপিএম কর্মী-সমর্থকেরা থানার সামনে বিক্ষোভ দেখান। এরপর সন্ধ্যাবেলা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী এদিন সন্দেশখালির এক ও দুই নম্বর ব্লকে বারো ঘণ্টার জন্য ছুটি ঘোষণা করেন। সিপিএমের দাবী, ‘‘পুলিশ নিরাপদ সহ যে সব নিরাপরাধদের গ্রেফতার করছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’’ উল্লেখ্য যে, পুলিশ ইতিমধ্যে উত্তম হাজরাকে গ্রেফতার করেছে। কিন্তু আরো দু’জনের গ্রেফতারীর দাবীতে গত তিন দিন ধরে বিক্ষোভ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here