নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ হাতির পর এবার শিয়ালের আতঙ্কে ঘুম ছুটেছে পুরুলিয়ার পাড়া ব্লকের কেলাহি গ্রামের বাসিন্দাদের। শিয়াল গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। সামনে পেলেই গ্রামবাসীদের রীতিমতো কামড় দিচ্ছে। আর ইতিমধ্যে শিয়ালের কামড়ে গুরুতরভাবে আহত হয়েছেন ১১ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে ছোটো একটি শিয়ালকে গ্রামের একটি পুকুরের আশেপাশে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া গিয়েছিল। গতকাল থেকেই সেই পুকুরে কেউ স্নান করতে গেলেই শিয়ালটি তার উপর রীতিমতো হামলা চালাচ্ছে। কারোর গালে, কারোর হাতে বা কারো শরীরের একাধিক জায়গা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এমনকি ওই গ্রামের মাঠে চাষের কাজে যাওয়া কৃষকদের ওপর হামলা চালিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত এই শিয়ালের আক্রমণে গুরুতর আহত ১১ জন গ্রামবাসীকে নিয়ে পাড়া ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বনদপ্তরে খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। প্রায় দশ জন কর্মী ওই ঘটনাস্থলে রয়েছেন কিন্তু এখনো শিয়ালটিকে পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
মনে করা হচ্ছে বনকর্মীরা আসার আগেই শিয়ালটি জঙ্গলে পালিয়ে গেছে। ব্লকের জয়েন বিডিও পঙ্কজ উপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি ওই আহত ব্যক্তিদের দেখতে আসেন। এ হেন শিয়ালের উপদ্রব্র কারণে গ্রামবাসীরা ভয়ে ত্রস্ত হয়ে রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here