ব্যুরো নিউজঃ উগান্ডাঃ উগান্ডার রাজধানী কাম্পালার কাছে একটি দৃষ্টিহীনদের বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ভস্মীভূত হয়ে গেল ১১ জন। এর মধ্যে অধিকাংশই শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, ভোররাতেরবেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অনেককে বাইরে বের করিয়ে আনা সম্ভব হয়েছে। আর বেশ কয়েক জন দৃষ্টিশক্তিহীন পড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু আগুন লেগেছে কিভাবে তা এখনো অবধি জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে উগান্ডার রাজধানীর একটি বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুন লেগেছিল। তখন ১৯ জন ছাত্রের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২০ সালে এই এলাকার একটি বিদ্যালয়ে আগুন লেগেছিল। তবে ওই সময় কারোর মৃত্যু হয়নি। যদিও এদিনের ঘটনায় দেশের শিক্ষামহল ফের আতঙ্কিত হয়ে পড়েছে।