অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ বাসন্তী এক্সপ্রেসওয়ে লাগোয়া কড়াইডাঙা এলাকার একটি বন্ধ গুদামে রাতভর অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার মালপত্র লুটের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই গুদামের মালিক ঢাকুরিয়ার বাসিন্দা অনিরুদ্ধ ভট্টাচার্য। অনিরুদ্ধবাবু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে, দুর্গাপুজোয় গুদাম বন্ধ থাকার সুযোগে গত ১ লা অক্টোবর থেকে ৬ ই অক্টোবরের মধ্যে কোনো এক দিন গুদামের তালা ভেঙে চুরি হয়। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে সূত্র মারফত খবর পেয়ে তদন্ত চালিয়ে ধৃতদের গ্রেফতার করেন।
ধৃতদের মধ্যে নয় জনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার ভোজেরহাট এলাকায়। অন্য দুই জন ভাঙড় ও বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। উদ্ধার করা চুরি যাওয়া মালপত্রের মধ্যে মূলত শিল্পের কাঁচামাল ও ধাতু এবং চামড়ার নানা সামগ্রী আছে। গতকাল অভিযুক্তদের বারুইপুর আদালতে হাজির করিয়ে জেরার জন্য পুলিশী হেফাজতে নেওয়া হয়।