চয়ন রায়ঃ কলকাতাঃ এ যেন জালিয়াতির পাহাড়!! ভ্যাক্সিন জালিয়াতি, ভুয়ো সিবিআই সহ বিভিন্ন উচ্চ পদে থাকা ভুয়ো অফিসারের পর এবার প্রখ্যাত আন্তর্জাতিক সংস্থা অ্যামাজনের ভুয়ো কলসেন্টারের খোঁজ পাওয়া গেলো খাস কলকাতাতেই। এই কলসেন্টার থেকেই জনপ্রিয় সংস্থার নাম নিয়ে জালিয়াতির কাজ চালানো হতো। পুলিশ এই প্রতারণা চক্রের সাথে জড়িত ১১ জন কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর আসে যে তারাতলার একটি অফিস থেকে অ্যামাজনের নামে জালিয়াতির কাজ চলছে। এই খবর পাওয়ামাত্রই গতকাল কলকাতা পুলিশের একটি দল সেই অফিসে অভিযান চালায়। তারাতলার Webel আইটি পার্কের সেই অফিসে গিয়ে দেখা যায় প্রতারণা চক্রটি একাধিক কম্পিউটার, টেলিফোন ও নানা গ্যাজেটস নিয়ে বসে কাজ করছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর জোর করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় অ্যামাজনের নামে একটি কাস্টমার কেয়ার খোলা হয়। সেখানে নিজেদের গ্লোবাল সংস্থার লাইফ স্টাইল কর্মী হিসেবে পরিচয় দেন। ওই অফিসে হানা দিয়ে পুলিশ মির্জা রিয়াজ, শেখ জাসিম, তৌসিফ আলি, কাশিফ হাসান, বাবলু প্রসাদ, শাহিদ আফ্রিদি, অভিজিত্ ঘোষ, মহম্মদ আলি, মহম্মদ শাহবাজ, মির্জা শাহনাওয়াজ, মহম্মদ আপ্পু তাসফিনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের আদালতে তোলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশীরভাগেরই বয়স ১৯ বছর থেকে ২৮ বছরের মধ্যে। এর আগেও তপসিয়া এবং সল্টলেকে এই ধরণের জালিয়াতি চক্রের খোঁজ পাওয়া গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here