নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ আজ কামাক্ষ্যা এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে আসামের কামাক্ষ্যা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়লো। এই দুর্ঘটনায় একাধিক এসি কামরা উল্টে গিয়েছে। ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর অনুযায়ী, কামাক্ষ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। আর ৭ জন যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, আজ সকালবেলা ১১টা ৫৪ মিনিট নাগাদ আচমকাই কটকের দিঘি ক্যানেলের কাছে মাঙ্গুলিতে এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়ে যায়। এতে বেশ কয়েকটি কামরাও লাইনচ্যুত হয়। ফলে যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে নেমে আসেন। এর জেরে বেশ কয়েক ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রথম কয়েক ঘণ্টা কোনো উদ্ধারকারী ট্রেন না এসে পৌঁছানোয় যাত্রীরা রেললাইনের ধারেই অপেক্ষা করছিলেন। কিন্তু আপাতত দুর্ঘটনা কারণ জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে রেলের তরফে ট্রেনের যাত্রীদের সাহায্যের জন্য ৮৯৯১১২৪২৩৮ (কটক) ও ৮৪৫৫৮৮৫৯৯৯ (ভুবনেশ্বর) হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার কারণে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। যেমন- ধৌলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেসের মতো ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here