নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে অজানা গাছের ফল খেয়ে অসুস্থ হয়েছে ৮ থেকে ১০ বছর বয়সী ১১ জন শিশু।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলবেলা শিশুদের খেলা করার সময় একটি গাছের ফল দেখে তাদের পছন্দ হয়। এরপর ওই ফল পেড়ে বীজ ফাটিয়ে খায়। তারপর শিশুদের বাড়ি যাওয়ার বেশ কিছুক্ষণ পর থেকে বমি, পেট খারাপ ও তীব্র মাথা ব্যথা শুরু হয়। তারপর দ্রুত শিশুদের প্রথমে হরিরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মধ্য রাতে শারীরিক অবস্থার অবনতির কারণে সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত হাসপাতাল সূত্রে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। পরে এক জন অসুস্থ শিশুর কাছ থেকে এই ফল খাওয়ার বিষয় সম্পর্কে জানা যায়। চিকিৎসকরা জানান, “মূলত বিষক্রিয়ার কারণেই এই ধরণের ঘটনা ঘটেছে।”
Sponsored Ads
Display Your Ads Here