নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ নির্বাচনের আগে অবৈধ টাকার লেনদেন বন্ধ করতে আজ পুলিশ কর্ণাটকের বেলারি শহরে তল্লাশি অভিযান চালায়। আর এই অভিযান চলাকালীন এক জন স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ছয় কোটি টাকা নগদ ও ১০৬ কেজি সোনা-রুপোর গহনা উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে খবর, মোট ৫ কোটি ৬০ লক্ষ টাকা নগদ, ৩ কেজি সোনার গহনা, ১০৩ কেজি রুপোর গহনা এবং ৬৮টি রুপোর বার বাজেয়াপ্ত করার পাশাপাশি স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী নরেশকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মোট অর্থমূল্য সাত কোটি ষাট লক্ষ টাকা। এরপর নরেশকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানতে চাইছে। পুলিশের প্রাথমিক অনুমান, হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের জন্য ওই গহনা ও নগদ জমা করে রাখা হয়েছিল। তবে নির্বাচনের কাজে এগুলি ব্যবহার করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here