অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে আরো ১০২ জন শিক্ষকের চাকরী গেল। গতকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেক্রেটারী সুব্রত ঘোষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে, গত বছর ১৪ ই ডিসেম্বর কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ ১০২ জন শিক্ষকের চাকরী বাতিল করেছে।
আর হাইকোর্টের কোন নির্দেশের ভিত্তিতে এই শিক্ষকদের চাকরী থেকে সরানো হচ্ছে বিজ্ঞপ্তিতে তাও উল্লেখ রয়েছে। পাশাপাশি কোন কোন শিক্ষককে চাকরী থেকে সরানো হয়েছে ওই তালিকার সাথে সেই তালিকাতে শিক্ষকের নাম ও তিনি কবে থেকে কোন বিষয়ে বিদ্যালয়ে পড়াতেন সেই সব তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসতেই অর্থাৎ টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে চাকরী দেওয়ার অভিযোগ সামনে আসতেই বিভিন্ন নথি প্রমাণ খতিয়ে দেখে প্রাথমিকের ২৬৮ জনের চাকরী বাতিল করেছিলেন। এরপরে ১৪৬ জন হাইকোর্টে পাল্টা আবেদন জানিয়েছিলেন।
কিন্তু তার মধ্যে ১৪৩ জনের আবেদন খারিজ করে দেওয়া হয়। গত বুধবার বাকি তিন জনের মধ্যে দুই জনকে চাকরীতে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। এখনো এক জনের মামলা চলছে। নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে নতুন বিজ্ঞপ্তিতে আরো ১০২ জন চাকরী হারালেন।