নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর চন্দননগরের দিনেমারডাঙার ঘোষ দস্তিদার পরিবারে রানি, লিডু, বাচ্চু, কুটুস ও পাগলু নামে বাড়ির পাঁচ সারমেয়র শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই শ্রাদ্ধানুষ্ঠানে আয়োজনের কোনো খামতি ছিল না। চন্দননগর সহ তাদের রাজারহাটের বাড়িতেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শ্রাদ্ধের শেষে একশোটি পথ কুকুরকে পেট ভরে মাংস-ভাত খাওয়ানো হয়েছে। এছাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন মিলিয়ে প্রায় ৫০০ জনকে খাওয়ানো হয়। খাদ্যতালিকায় ভাত, ডাল, আলুভাজা, পটলের দোরমা, পনির বাটার মশালা, পাপড়, চাটনি সহ নানা রকমের মিষ্টি ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ‘‘ওই সারমেয়রা পরিবারের সদস্য ছিল। তাই এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন উপলক্ষে সকালবেলা থেকেই বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রিয়জনের মৃত্যু হলে যে ভাবে শ্রাদ্ধ করা হয় ঠিক সেই ভাবেই শ্রাদ্ধ করা হয়েছে। আগামীদিনে পথ কুকুরদের নিয়ে একটি হাসপাতাল তৈরীরও পরিকল্পনা রয়েছে।