নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের বিজয়পুরের কাছে আলিয়াবাদে একটি ভুট্টা প্যাকেট করার বেসরকারী গুদামে শস্যের বস্তার স্তূপের নীচে চাপা পড়লেন ১০ জন শ্রমিক।
সূত্রের খবর, এই গুদামটিতে অন্ততপক্ষে ৫০ জন কর্মী কাজ করছিলেন। গুদামে সারিবদ্ধ ভাবে শস্যভর্তি বস্তাগুলি ছিল। প্রতি বস্তায় ১০০ টন করে শস্য রাখা ছিল। কিন্তু আচমকা চারটি সারিতে ধস নামায় দশ জন কর্মী কিছু বুঝে ওঠার আগেই শস্যের স্তূপের নীচে চাপা পড়ে যান।
এই দুর্ঘটনার পর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পাশাপাশি গুদামের অন্যান্য কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। ইতিমধ্যে তিন জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এই দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।