নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার কৃষ্ণনগরের কাছে গঙ্গাসাগরে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ও যাত্রীবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন পুণ্যার্থী সহ মোট ১০ জন। তাদের মধ্যে দু’টি গাড়ির চালক সহ কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থীদের গাড়িটি গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল। আর অ্যাম্বুলেন্সটি সাগর থেকে কচুবেড়িয়ার দিকে যাচ্ছিল। পথে বিনোদমোড় বাসস্ট্যান্ডের কাছে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের গাড়িতে ধাক্কা মারতেই দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর অনেকে জখম হয়। ফলে প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় সকলকে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি সাগর থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে দু’টি গাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এই দুর্ঘটনার কারণে কিছু ক্ষণের জন্য কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here