নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই একটি বাস শিব খোরি মন্দির থেকে বৈষ্ণোদেবী মন্দিরের বেস ক্যাম্পের দিকে যাওয়ার পথে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের হামলার শিকার হয়। এদিকে বাসচালক গুলিবিদ্ধ হওয়ায় বাসটি ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনো অবধি ১০ জনের মৃত্যু হয়েছে। আর ৩৩ জন আহত হয়েছেন।
অভিযোগ, “জঙ্গিরা বাসটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এরপর প্রায় কুড়ি মিনিট ধরে ছয় থেকে সাত জন মিলে টানা গুলি চালাতে থাকে। এদিকে জঙ্গিরা গুলি চালানো থামাচ্ছে না দেখে অনেকেই মরার মতো ভান করে পড়েছিলেন। যাতে সকলের মৃত্যু হয়েছে বুঝে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। অবশেষে চালক গুলিবিদ্ধ হওয়ার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে পাশের খাদে গড়িয়ে পড়ে যায়।” এই হামলার প্রায় পনেরো মিনিট পর হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা ওই যাত্রীদের উদ্ধার করতে আসেন।
পাশাপাশি পুলিশকর্মীরাও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে, লস্কর-ই-তৈবার শাখা সংগঠন এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফে জঙ্গিদের খোঁজে কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)-কে এই তদন্তের ভার দেওয়া হয়েছে।