ব্যুরো নিউজঃ কানাডাঃ গতকাল কানাডার জেমস স্মিথ ক্রি নেশান ও সাচকাচুয়ানের ওয়েল্ডনের কাছে দুই জন যুবকের ছুরি হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন আরো অনেকে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে ওই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, অভিযুক্তরা হলো ৩০ বছর বয়সী ডেমিয়েন এবং ৩১ বছর বয়সী মাইলস স্যান্ডারসন। ডেমিয়েন ও মাইলস হামলা চালানোর পর কালো রঙের গাড়িতে করে পালিয়ে যান। এই হামলার ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই হামলার ঘটনার পরেই বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জেমস স্মিথ ক্রি নেশনে সেখানে জরুরী পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। আর সাচকাচুয়ান প্রদেশের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আর্জি জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলার নিন্দায় সরব হয়ে টুইটারে লিখেছেন, ‘সাচকাচুয়ানের হামলা ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি আহতদের শীঘ্র আরোগ্য কামনাও করা হচ্ছে।’
Sponsored Ads
Display Your Ads Here