নিউজ ডেস্কঃ গতকাল রোমানিয়ার পিটেস্টি চিড়িয়াখানায় এক জন চিড়িয়াখানার কর্মী বাঘের খাঁচায় ঢুকে পড়ায় শেষমেশ বাঘের হাতেই প্রাণ হারাতে হলো। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে। বুখারেস্ট থেকে ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত এই চিড়িয়াখানার পঞ্চাশ বছরের ইতিহাসে প্রথম বার এই ধরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ৫২ বছর বয়সী ওই কর্মী বাঘকে খাবার দিতে গিয়ে বাঘের খাঁচায় ঢুকেছিলেন। কিন্তু তিনি বাঘকে খাবার দিতে গিয়ে বাঘের খাঁচার যে নিরাপত্তা দরজা তা বন্ধ করতে ভুলে যান। ফলে ওই কর্মী খাঁচা থেকে বেরোতে না বেরোতেই বাঘটি ওই কর্মীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। এরপর মাথা কামড়ে ধরে, বড়ো বড়ো নখ দিয়ে শরীর ছিন্নভিন্ন করে দেয়। তারপর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আর সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে।