মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল নিম্নচাপের জলোচ্ছাসের মধ্যে পুরীর সৈকতে স্নান করতে নেমে একজন বাঙালী পর্যটকের আর হদিশ পাওয়া যায়নি। ওই নিখোঁজ যুবক হলেন উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের কাছারিপাড়া্র বাসিন্দা ২১ বছর বয়সী সঞ্জু ভট্টাচার্য।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সঞ্জু প্রথম বর্ষের পড়ুয়া। গতকাল দুপুরবেলা সঞ্জু, তার দাদা সৌরভ ও বন্ধু শাহিনের সাথে পুরী পৌঁছায়। এরপর কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নিয়ে সমুদ্রে স্নানে নামে। কিন্তু তখন নিম্নচাপের জেরে পুরীর সমুদ্রে জলোচ্ছাস চলছিল। সেই মুহূর্তে সঞ্জু সবার অগোচরে জলের মধ্যে তলিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর সৌরভ এবং শাহিন কোনোক্রমে পাড়ে ওঠেন। এরপরেই পুলিশকে খবর দেওয়া হলে স্থানীয় পুলিশ ও ডুবুরিবাহিনী এসে ওই যুবকের সন্ধানে তল্লাশি শুরু করলেও কোনো স্নধান পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এই খবর পাওয়া মাত্র সমগ্র পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যে পরিবারের সকলে পুরীর উদ্দেশে রওনা দিয়েছেন। সরকার নিম্নচাপের জেরে জলোচ্ছাসের পূর্বাভাস থাকায় পশ্চিমবঙ্গের সৈকতে পর্যটকদের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি করেছিল তবে ওড়িশায় তেমন কোনো নিষেধাজ্ঞা জারি ছিল কিনা তা জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here