পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবারের দক্ষিণ কুলেশ্বর এলাকায় দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে এসে গুলিবিদ্ধ হলেন ১ যুবক। নিহত যুবকের নাম মিঠুন সর্দার। বয়স ২২ বছর। বাড়ি উস্তি থানার অন্তর্গত সাতঘরা এলাকায়।
সূত্রের খবর, মিঠুন তার এক দিদিকে নিয়ে আরেক দিদি পূর্ণিমা সর্দার মণ্ডলের বাড়িতে ভাইফোঁটা নিতে এসেছিল। ফোঁটা নেওয়ার পর বেশ কয়েক দিন ধরে চলা জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে পূর্ণিমা ও তার স্বামী জগন্নাথ মণ্ডলের সাথে দাদা জয়দেব মণ্ডল এবং ভাইপো শুভঙ্কর মণ্ডল ওরফে পরেশের অশান্তি শুরু হয়। আর তখনই পরেশ বন্দুক বার করে দু’রাউন্ড গুলি চালান।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সময় মিঠুন পূর্ণিমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লে মিঠুনের বুকে দুটো গুলি লাগে। এরপর তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে পরেশকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এদিকে এ হেন মর্মান্তিক ঘটনায় পরিবার জুড়ে শোকের ছায়া নেমেছে।
Sponsored Ads
Display Your Ads Here