নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মেদিনীপুর পকসো কোর্টের বিচারক তানিয়া ঘোষ মিঠুন করণ নামে এক জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। এমনকি শিশুকন্যার ভবিষ্যৎ এর জন্য তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন।
সরকারী আইনজীবী গৌতম মল্লিক জানান, ‘‘দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর বিচারক মিঠুন করণকে দোষী সাব্যস্ত করেন।’’ প্রসঙ্গত, ২০১৬ সালের ১ লা এপ্রিল ওই শিশুকন্যাকে মেদিনীপুরের গড়বেতায় বাড়িতে একা পেয়ে ওই অভিযুক্ত প্রতিবেশী ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই শিশুকন্যার চিৎকার শুনে মা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ১২ দিন চিকিৎসা চলাকালীন ওই শিশুকন্যাটি সুস্থ হয়ে ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় গড়বেতা থানার পুলিশ ওই শিশুকন্যার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে মিঠুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫১১ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছিলেন। অবশেষে দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর অভিযুক্ত মিঠুনকে দোষী সাব্যস্ত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here