নিজস্ব সংবাদদাতাঃ কর্নাটকঃ কর্নাটকে বিজেপির এক জন যুব নেতার খুনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গতকাল রাতেরবেলা দক্ষিণ কন্নড় জেলার সুরথকল এলাকায় একটি বাজারের মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে মঙ্গলপেটের এক জন যুবককে।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনাটি একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। যা দেখে খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় বিজেপি যুবনেতার উপর হামলাকারী দুষ্কৃতীদের মোটরবাইকে কেরলের নম্বর প্লেট ছিল। যা দেখে বিজেপি যুবনেতার কয়েক জন ঘাতককে চিহ্নিত করা গিয়েছে।
গতকাল কর্নাটক বিজেপির সভাপতি নলীনকুমার কাতিল ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা নলীনকুমার কাতিলকে হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতেরবেলা বেল্লোর এলাকায় কয়েক জন দুষ্কৃতী মোটরবাইকে সওয়ার হয়ে প্রবীণ নেত্তারু নামে বিজেপি যুবমোর্চার এক নেতাকে খুন করেছিল। আর এর পর থেকেই সেখানকার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসন দ্বিতীয় খুনের পরে অশান্তি এড়াতে কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।