নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ পাঞ্জাবের জালন্ধরে চোখে রাসায়নিক ছিটিয়ে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে এক যুবককে গণধর্ষণের অভিযোগ উঠলো চার জন যুবতীর বিরুদ্ধে। এই ঘটনাটি চাউর হতেই তীব্র শোরগোল শুরু হয়ে যায়।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই যুবক একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়াতে গাড়িতে থাকা যুবতীরা একটি চিরকুট দিয়ে ঠিকানা জিজ্ঞাসা করেন। আর তা পড়ার সময় যুবতীরা ওই যুবকের চোখে রাসায়নিক ছিটিয়ে দিতেই অজ্ঞান হয়ে পড়েন।

- Sponsored -
এরপর জ্ঞান ফিরতে দেখে একটি গাড়িতে হাত-পা অবস্থায় পড়ে আছে। তারপর ওই যুবককে গাড়িতে থাকা চার জন যুবতী জোর করে মাদক সেবন করিয়ে টানতে টানতে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। আর শেষমেশ তাকে জঙ্গলে ফেলে রেখে চলে যান। পুলিশ এই ঘটনাটি ভালোভাবে তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।