অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সোমবার রাতেরবেলা কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স নগদ এক কোটি টাকা সহ মহেশতলার বাসিন্দা প্রীতম পাল নামে এক যুবককে কলকাতার পার্কস্ট্রিট এলাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা পুলিশের এসটিএফ প্রীতমকে ফুটপাতে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। এরপর তল্লাশি করতেই ব্যাগ থেকে ১ কোটি টাকা উদ্ধার হয়। তারপর তাকে গ্রেপ্তার করে পার্কস্ট্রিট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল প্রীতমকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।
এছাড়া জানা গিয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থের কোনো বৈধ নথি ছিল না। আর উদ্ধার হওয়া নগদ টাকার মধ্যে পাঁচশো টাকার নোটে ১০ হাজার টাকা ছিল। বাকি সব দু’হাজারের নোট ছিল। মাত্র তিনদিন পর কলকাতায় পুরভোট। আর এর আগে শহরে কোটি টাকা সহ এক যুবকের গ্রেফতারী নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এতো টাকা কোথা থেকে কিভাবে এলো তাছাড়া কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি এই ঘটনার সাথে অন্য কোনো অভিযুক্ত যুক্ত আছে কি না তা নিয়েও তদন্ত করে দেখা হচ্ছে।