নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ শৌচাগার থেকে লুকিয়ে গৃহবধূর স্নানের দৃশ্যের ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় এক মাস ধরে তাকে লাগাতার ধর্ষণ করে অবশেষে পুলিশের হারে গ্রেপ্তার হলো। ধৃত যুবকের নাম শঙ্কু নন্দী। বয়স ৩৮ বছর। বাড়ি নবদ্বীপের চারিচারা বাজার লেন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শঙ্কু ওই গৃহবধূর শৌচাগারের স্নানের দৃশ্য আড়াল থেকে মোবাইল ক্যামেরায় বন্দী করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর ওই গৃহবধূকে ব্ল্যাকমেল করে প্রায় এক মাস ধরে লাগাতার ধর্ষণ করতে থাকে। গৃহবধূও ভয় পেয়ে সব অত্যাচার সহ্য করেছিলেন। কিন্তু সহ্যের সীমানা পেরিয়ে গেলে শেষমেশ পুরো বিষয়টি স্বামীর কাছে জানান।
Sponsored Ads
Display Your Ads Here
শনিবার সন্ধের পরে ওই গৃহবধূর স্বামী নবদ্বীপ থানায় শঙ্কু নন্দীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তের ভিত্তিতে গভীর রাতে শঙ্কুকে গ্রেপ্তার করে। গতকাল অভিযুক্ত যুবককে নবদ্বীপ আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি নির্যাতিতা গৃহবধূকে স্থানীয় হাসপাতালে শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। যদিও পুলিশ জানতে পেরেছে ইতিমধ্যেই ওই গৃহবধূর স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here