চয়ন রায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা ১২টা নাগাদ কলকাতা ময়দান থানা এলাকার জওহরলাল নেহরু রোডের একটি বহুতলের তিন তলার দপ্তরে বান্ধবীর সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে ২৮ বছর বয়সী ১ জন যুবক। ওই যুবকের বাড়ি বাগুইআটি। এই ঘটনাকে কেন্দ্র করে অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা যাচ্ছে, ওই যুবক একটি দপ্তরে এসেছিল। তখন সেখানে বান্ধবীর সাথে ব্যাপক অশান্তি হয়। এরপর আচমকা গায়ে আগুন ধরানোর চেষ্টা করেন। তারপর দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের শরীর ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।
পুলিশ প্রাথমিক ভাবে মনে করেছেন যে, ওই যুবক বিবাহিত। দুই সন্তান রয়েছে। আর পারিবারিক অশান্তির কারণেই এই আত্মহত্যার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।