নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তেলেঙ্গানার কামারেডি জেলার একটি গুহায় আটকে রয়েছে ১ যুবক। আর আটকে থাকা যুবককে বাঁচাতে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করছেন।
সূত্রের ভিত্তিতে জানা যায়, ওই যুবকের নাম রাজু। স্থানীয় রেড্ডিপেট গ্রামের বাসিন্দা। রাজু রেড্ডিপেট থেকে গণপুর টান্ডা হয়ে সিঙ্গারায়পল্লী জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। এরপর পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল হাত ফস্কে পাথরের ফাঁকে পড়ে গেলে সেই ফোন উদ্ধার করতে রাজু গুহার ১৫ ফুট গভীরে পড়ে গিয়ে দু’টি পাথরের খাঁজে আটকে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর বাইরে বেরোনোর সুযোগ না থাকায় এক দিনেরও বেশী সময় গুহার ভিতরে আটকা পড়ে ছিলেন। পরিবারের সদস্যরাও উদ্ধারের চেষ্টা করেও পারেননি। পরে পুলিশের কাছে খবর দিলে উদ্ধারকর্মীরা একটি জেসিবি মেশিন দিয়ে যুবককে গুহা থেকে উদ্ধার করতে তৎপর হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই বাইরে থেকে খাবার-জল সরবরাহ করায় রাজু সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই মধ্যপ্রদেশের বেতুলে আট বছর বয়সী বালক তন্ময় সাহু ৫৫ ফুট গভীর কুয়োতে পড়ে মারা যায়। ৬৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তন্ময়কে কুয়ো থেকে বাইরে বার করে আনা হয়। আর ততক্ষণে তন্ময়ের মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here