চয়ন রায়ঃ কলকাতাঃ এবার হাইল্যান্ড পার্কের একটি পানশালায় বসার জায়গা নিয়ে বচসার জেরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে হাতে গুলি করার অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে। আহত যুবক নরেন্দ্রপুরের বাসিন্দা পিন্টু বাগ।
জানা যায়, পিন্টু তার বন্ধু জিৎ মুখোপাধ্যায়ের সাথে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় গিয়েছিল। কিন্তু সেখানে বসার আসন নিয়ে দুই জন অজ্ঞাতপরিচয় যুবকের সাথে বচসা হয়। এরপর পানশালার বাইরে বেরোতেই পিন্টুকে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দুই জন যুবক টানতে টানতে একটি গাড়িতে তুলে পিন্টুর কাছে থাকা মোবাইল, সোনার হার ও নগদ ২০ হাজার টাকা কেড়ে নেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর এই অবস্থায় নরেন্দ্রপুরে নিয়ে গিয়ে চোখের বাঁধন খুলে দিয়ে তাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলিও চালানো হয়। এর মধ্যে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অপর গুলিটি বাম হাতে লাগে। আর তখনই প্রাণে বাঁচতে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তারপর গতকাল একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এই ঘটনায় পিন্টুর অভিযোগ পেয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাবির মণ্ডল ওরফে বাপি নামে নরেন্দ্রপুরের এক জন যুবককে গ্রেফতারও করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here