অশ্লীল কাজকর্মের জেরে আটক মহিলা সহ ১ যুবক
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ বালুরঘাটঃ ঘরের মধ্যে বাইরের লোক ঢুকিয়ে ফুর্তি করার সময় আপত্তিজনক অবস্থায় পাড়ার একজন মহিলাকে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশের কাছে খবর দিলে পুলিশ এসে মহিলা ও যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডের লালমাটি এলাকার হাকাইমার্ডি পরগনাই পাড়াতে ঘটনাটি ঘটেছে।
দিন দুপুরে ঘন জনবসতিপূর্ণ পাড়ার মধ্যে এরকম অশ্লীল ঘটনা ঘটায় ওই বাড়ি ঘিরে রেখে স্থানীয় উত্তেজিত বাসিন্দারা ক্ষোভে ফেটে পরে। এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পাড়ার বাসিন্দাদের সুত্রে জানা গেছে, এমনিতেই কোভিডের মত অতিমারী চলছে। এর মধ্যে পাড়ার সামাজিক সুনাম নষ্ট করার দায়ে ওই বাড়িকে ঘিরে মানুষের জটলা আরো জটিলতার সৃষ্টি করে। উপায় না দেখে বালুরঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বিষয়টি নিয়ে তদন্তের জন্য ওই বাড়িতে আটকে থাকা মহিলা এবং যুবকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় সদুত্তর ঠিক ভাবে না দেওয়াতেই মহিলা ও যুবকটিকে আরো তদন্তের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।