নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ ঝাড়খণ্ডে কাজে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের ভগবানগোলার ১ জন যুবকের। মৃতের নাম রেজাউল শেখ। বয়স ২৯ বছর। ওই ঘটনায় একটি ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক জন যুবককে চাকরী দেওয়ার নাম করে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে তাদের দিয়ে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইপ লাইনের যন্ত্রাংশ চুরি করানো হচ্ছিল। গত শুক্রবার ওই যুবকদের একটি ঠিকাদারি সংস্থার মাধ্যমে ঝাড়খণ্ডের খাজা থানা এলাকায় কাজে নিয়ে যাওয়া হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে ওই যুবকদের নির্মাণ শ্রমিকের কাজ দেওয়ার কথা থাকলেও, ঝাড়খণ্ড পৌঁছনোর পর তাদের দিয়ে বিভিন্ন সংস্থার পাইপ লাইনের যন্ত্রাংশ চুরি করতে বাধ্য করা হয়। আর ওই সময় রেজাউলের কুয়োয় পড়ে মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে ঠিকাদার পলাতক রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
শনিবার ওই যুবকরা কাজ থেকে ফিরলেও রেজাউল ফেরেনি। এই নিয়ে ঠিকাদারের বাড়িতে যোগাযোগ করা হলেও কোনো সাহায্য পাওয়া যায়নি। এরপর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রেজাউলের পরিবারকে ওই ঠিকাদারের তরফে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তখনও ঠিকাদার তার মৃত্যুর খবর জানাননি।
Sponsored Ads
Display Your Ads Here
পরে ঝাড়খণ্ডের অন্য এক জন শ্রমিকের মাধ্যমে রেজাউলের মৃত্যুর খবর পরিবার পায়। তারপর ঝাড়খণ্ড পুলিশকে গোটা বিষয়টি জানানো হলে পুলিশ রেজাউলের মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্তের পাশাপাশি ঠিকাদারের তল্লাশি চালাচ্ছেন। এই ঘটনায় মৃতের পরিবারের সকলে একাবারে শোকস্তব্ধ হয়ে পড়েছেন।