মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের একটি কালী মন্দিরে পুজোর মণ্ডপ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী বাপ্পা দে নামে এক জন যুবকের। বাড়ি ব্যারাকপুরের বালতিবাগান এলাকায়। বাপ্পা মণ্ডপের কাঠামো বাঁধার কাজ করত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরে বার্ষিক পুজোর আয়োজনে মণ্ডপ বাঁধা হয়েছিল। মণ্ডপের উপর দিয়ে বিদ্যুৎবাহী তার গিয়েছিল। বাঁশ খোলার সময়ে সেটা খেয়াল না করায় তার শরীরে লাগতেই চিৎকার করে উঠে মুহূর্তের মধ্যেই ছিটকে পড়ে। এরপর ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় বাপ্পার শরীর রক্তশূন্য হয়ে গিয়েছিল। এদিন বাপ্পাকে দেখতে ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস হাসপাতালে গিয়ে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, ‘‘কাঠামো খোলার সময়ে একটু সতর্ক হলে দুর্ঘটনা ঘটত না। দ্রুত ময়নাতদন্ত করে মৃতদেহ পরিবারকে দেওয়ার ব্যবস্থা করা হবে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আর ওই পরিবারের পাশে থাকা যায় কিভাবে তাও দেখা হচ্ছে।’’ আয়োজকদের পক্ষে স্থানীয় পুর প্রতিনিধি সুরেন্দ্রকুমার বর্মা বলেন, ‘‘বাপ্পার মৃত্যুতে মন ভারাক্রান্ত। ওর পরিবারের পাশে থাকব। এর বেশী কিছু বলার অবস্থায় আমরা নেই।’’ এই দুর্ঘটনায় রাস্তার ধারের পুজোর আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উঁচু কাঠামো তৈরী বা বাড়ির নির্মাণকাজের ক্ষেত্রে বিশেষ কিছু নিরাপত্তা-বিধি আছে। বিদ্যুৎ দপ্তর ও দমকল বিভাগের অনুমতিও নিতে হয়। কিন্তু পাড়ার ছোটো পুজোগুলিতে কোনো নিয়ম মানা হয় না। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওই পুজোর মণ্ডপ বিদ্যুৎবাহী তারের কাছাকাছি ছিল কি না এবং বিদ্যুৎ দপ্তরের অনুমোদন ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।